← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
জানেন কি রাজ্যভিষেক হলেই কী কী সুবিধা পাবেন প্রিন্স চার্লস?
৭৩ বছর বয়সে, ব্রিটেনের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বয়স্ক রাজা হচ্ছেন প্রিন্স চার্লস (King Charles III)। তিনি হতে চলেছেন রাজা তৃতীয় চার্লস। রাজমুকুট মাথায় উঠলেই তিনিই হবেন ইংল্যান্ড-সহ ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। আর কী কী ক্ষমতা থাকবে তাঁর? সুবিধাই বা পাবেন কী কী? রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) যা যা সুবিধা পেতেন, তার সবটাই পাবেন চার্লস। জেনে নিন:
- ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের গাড়ির কোনও লাইসেন্স দরকার হবে না, প্রয়োজন হবে না নম্বরপ্লেটেরও। বরং জনসাধারণের জন্য লাইসেন্সের অনুমতি দেবেন তিনিই। ।
- রাজা তৃতীয় চার্লসের পাসপোর্টের প্রয়োজন হবে না। যে কোনও দেশেই যান না কেন, কোনও পাসপোর্টই লাগবে না ব্রিটেনের রাজার।
- রানি বা রাজার কর দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই ব্রিটেনের আইনে । যদিও ১৯৯২ সাল থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় আয়কর দিচ্ছিলেন। এবার রাজা তৃতীয় চার্লস কী করবেন, সেটা তাঁর ব্যাপার।
- দু-দুবার জন্মদিন পালন হবে রাজা তৃতীয় চার্লসের। আসল জন্মদিন নভেম্বরের গোড়ায়। আর অন্যটা গরমকালে। দুটো জন্মদিনই নাকি এলাহি ব্যাপার হবে, এমনটাই জানা যাচ্ছে।
- রাজা তৃতীয় চার্লসকে ভোট দিতে হবে না। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আলোচনা করে নেবেন।
- রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের সমুদ্রধারে ধরা পড়া স্টার্জন মাছ, তিমি এবং ডলফিনগুলোর মালিক। এছাড়াও টেমস ও তার শাখানদীগুলোতে যত মূক মালিকানাহীন রাজঁহাস আছে, তাদের মালিক হবেন তিনি।
- চার্চ অব ইংল্যান্ডের প্রধান হবেন রাজা তৃতীয় চার্লস। চার্চের জন্য বিশপ এবং আর্চবিশপদের মনোনয়নকরার ক্ষমতা পাবেন রাজা চার্লস।
- আদালতে রাজা তৃতীয় চার্লসকে কখনও অভিযুক্ত করা হবে না বা সাক্ষী দিতে বাধ্য করার ক্ষমতা থাকবে না কারও।
- যে কোনও আইন পাস করতে হলে রাজা তৃতীয় চার্লসের অনুমতি লাগবে এর আনুষ্ঠানিক নাম ‘রয়্যাল অ্যাসেন্ট’ বা রাজকীয় সম্মতি।
- প্রতি ১০ বছর অন্তর পোয়েট লরেট বা রাজকবি কে হবে, ঠিক করবেন রাজা তৃতীয় চার্লস।
- যারা রাজপরিবারকে সবসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে থাকে তাদের রয়্যাল ওয়ারেন্ট দিতে পারবেন রাজা তৃতীয় চার্লস। এই সব সরবরাহকারীরা সেই ওয়ারেন্ট দিয়ে নিজের ব্যবসার প্রচার করে থাকেন।