আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

আমেরিকায় বাড়ছে ভারতবিদ্বেষী মানসিকতা, হেনস্থার শিকার ভারতীয়-মার্কিন কংগ্রেসম্যান প্রমীলা

September 11, 2022 | < 1 min read

মার্কিন মুলুকে ক্রমেই বাড়ছে ভারতীয়দের উপর নানাভাবে আক্রমণের ঘটনা। এবার বিদ্বেষের শিকার হলেন মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্যা প্রমীলা জয়পাল। ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সেই সঙ্গে আমেরিকা ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় প্রমীলাকে, এমনই অভিযোগ উঠছে। প্রসঙ্গত, সিয়াটেল থেকে মার্কিন কংগ্রেসের সদস্য হাওয়া প্রথম ভারতীয়-মার্কিন কংগ্রেসম্যান হলেন প্রমীলা।

সম্প্রতি মার্কিন মুলুকে মাথাচাড়া দিয়েছে ভারত বিদ্বেষ। টেক্সাসের এক পার্কিং লটে কয়েকদিন আগেই এক মহিলাকে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে গো ব্যাক টু ইন্ডিয়া স্লোগান দিতে দেখা গিয়েছিল। গত সপ্তাহে পোল্যান্ডে এক মার্কিন পর্যটকের হেনস্থার শিকার হয়েছিল এক ভারতীয়। তাকে পরজীবী ও গণহত্যাকারী বলে আক্রমণ করেন ওই মার্কিনি। সেই সঙ্গে ভারতে ফিরে যাওয়ার কথাও বলতে শোনা যায়। ​এবার মার্কিন কংগ্রেসের সদস্যও বিদ্বেষমূলক আচরণের শিকার হলেন। এই ঘটনার পর প্রমীলা টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন। হেনস্তার কথা জানিয়ে প্রমীলা লিখছেন, জাতিবিদ্বেষ ও লিঙ্গবিদ্বেষকে কোনভাবেই বরদাস্ত করবেন না তিনি। টুইটে ফোনে ওই কথোপকথনের অডিও টেপটিও শেয়ার করেছেন মার্কিন কংগ্রেসের সদস্যা।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনও কিছুই জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indo American Congressman, #Harrasment, #India, #USA, #Pramila Jaypal

আরো দেখুন