← বিনোদন বিভাগে ফিরে যান
অস্কারের মঞ্চে পাড়ি দিচ্ছে কলকাতায় তৈরি হওয়া তুহিন কাশ্যপের শর্টফিল্ম
কলকাতায় তৈরি হওয়ায় স্বল্পদৈর্ঘ্যের ছবি পাড়ি দিতে চলেছে অস্কারের মঞ্চে। অসমীয়া ভাষার ছবিটি পরিচালনা করেন মহর্ষি তুহিন কাশ্যপ। তুহিন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় পাঠ্যক্রমের প্রজেক্ট হিসেবে ‘মোর ঘুড়ার দুরন্ত গতি’ নামে শর্ট ফিল্ম বানিয়েছিলেন তুহিন।
ছবির কাহিনী পরিচালক মহর্ষি তুহিন কাশ্যপ নিজেই লিখেছেন। এই ছবিতে ৬০০ বছরের পুরনো আর্ট ফর্ম আসামের বিখ্যাত ওজাপলিকে নিয়ে এসেছেন পরিচালক। ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। এখন অস্কারের মঞ্চে ‘মোর ঘুড়ার দুরন্ত গতি’ কেল্লাফতে করতে পারে কিনা সেটাই দেখার।