রাজ্য বিভাগে ফিরে যান

লণ্ডভণ্ড ছাতিমতলা, শাল গাছ পড়ে ক্ষতিগ্রস্থ পৌষ উৎসবের পীঠস্থান

September 11, 2022 | < 1 min read

বিশ্বভারতীর ঐতিহ্যপূর্ণ ছাতিমতলা লণ্ডভণ্ড। ১০ সেপ্টেম্বর, শনিবার সকালে হঠাৎ করেই ছাতিমতলায় দুটি শাল গাছ ভেঙে পড়ল। ছাতিমতলার ঐতিহ্যবাহী বেদি ক্ষতিগ্রস্থ হয়েছে। শাল গাছের ভারে বেদির মার্বেলের আসনটি গুঁড়িয়ে গিয়েছে। গাছের গোড়ার মাটি নরম হওয়ার কারণেই এমন বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। গাছের তলায় চাপা পড়েছে, ‘তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি’-লেখা ফলক।

এই ঘটনায় শান্তিনিকেতনের সকলেই মর্মাহত। একদা এই ছাতিমতলাতেই পৌষ উৎসব শুরু হয়েছিল। প্রসঙ্গত, ১৮৬২ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের থেকে ৫ টাকায় ছাতিমতলার জমিটি কিনেছিলেন। ১৮৬৪ সালে সেখানেই ওই তল্লাটের প্রথম দালান বাড়ি বানান দেবেন ঠাকুর। নাম রাখেন শান্তিনিকেতন। ১৯৫০ সাল থেকে এই ঐতিহ্যবাহী ছাতিমতলাতেই দীক্ষা দিবসের অনুষ্ঠান হয়ে আসছে। অসংখ্য ইতিহাসের সাক্ষী ছাতিমতলা, নিজেই ইতিহাসে পরিণত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Visva Bharati, #SHANTINIKETAN, #chatimtola, #saal tree

আরো দেখুন