রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা না দিতে দেওয়ার হুমকি বিজেপি সাংসদ লকেটের

September 11, 2022 | < 1 min read

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেবেন না, কার্যত হুমকি দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আসানসোলে বিজেপির এক মিছিলে পা মিলিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হুমিকির সুরে বলেন, এবার তারা (বিজেপি) ঠিক করবে, কারা মনোনয়ন পত্র জমা দেবে।

চলতি মাসের ১৩ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এই অঅভিযানকে সফল করতে মরিয়া বিজেপি জলের মতো টাকা খরচ করছে। নবান্ন অভিযানের প্রস্তুতি উপলক্ষ্যে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ৯ সেপ্টেম্বর আসানসোলে এক মিছিলের ডাক দিয়েছিল। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন পঞ্চায়েত ভোট তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেবেন না। প্রসঙ্গত, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু, অধুনা সভাপতি সুকান্ত মজুমদাররা নিত্য দিন ধমকি-হুমকির বন্যা বইয়ে দিচ্ছেন। রাজনৈতিক বিরোধীদের হুমকি দেওয়ার তালিকায় নতুন করে নাম লেখালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Locket Chatterjee

আরো দেখুন