রাজ্য বিভাগে ফিরে যান

টার্গেট কর্মসংস্থান, ১১ হাজার জনকে নিয়োগপত্র দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 12, 2022 | 2 min read

১২ সেপ্টেম্বর সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার জনকে নিয়োগপত্র দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার প্রশিক্ষণ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হল। এদিন বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আসন্ন ১৫ সেপ্টেম্বর খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যারা এখনও কারিগরি শিক্ষার প্রশিক্ষণ নেনি, তাদের আগামী জব ফেয়ারে অংশ নেওয়ার পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা করেছিলেন। কারিগরি শিক্ষা দপ্তরের মাধ্যমে উৎকর্ষ বাংলা প্রকল্পে ৪০ টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।​

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যারা জব ফেয়ারে অংশ নিয়েছিল তাদেরকে ইমেইলের মাধ্যমে আগামি তিনদিনের মধ্যে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। ১৩৬ টি সংস্থায় সব মিলিয়ে প্রায় ৩০ হাজার সফল শিক্ষার্থীকে জেলাভিত্তিক চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে, যার মধ্যে একাংশের হাতে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিয়োগপত্র তুলে দেওয়া হল। জানা গিয়েছে, পুজোর আগেই বাকিদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী জানালেন, “৩০৭৬২ জনকে চাকরি দেওয়া হবে! আমার কাছে টোটাল লিস্ট আছে।”​

তাঁর কথায়, দেশে ৪৫ শতাংশ কর্মসংস্থানের হার কমেছে, অন্যদিকে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। দারিদ্রতা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। গত এক বছরে ৪৫ হাজার মেয়েরা রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছেন। এমএসএমইতে বাংলায় ১ কোটি ৩৬লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, “বাংলা বিশ্বের সেরা। এখানকার ছেলেমেয়েরা রাজ্যকে গর্বিত করেছে। গোল একমাত্র বাংলাই দেবে। বাংলাই গোল দেওয়ার ক্ষমতা থাকে।” মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর স্বপ্ন ছিল বাংলা একদিন বিশ্ব সেরা হবে। এরপরেই বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।একে একে জানান, কন্যাশ্রীতে বিশ্বের দরবারে পুরষ্কার পেয়েছে বাংলা, সরকারি স্কুলের আড়াই কোটি স্কুল ইউনিফর্ম রাজ্যেই তৈরি হচ্ছে, নিম্ন বুদিয়াদী শিক্ষায় দেশের মধ্যে প্রথম বাংলা, দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। বাংলাকে বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পুরস্কৃত করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ। আগামী বছরের ২৩ মার্চ বার্লিনে সেই পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সেই সম্মান গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন।
​​
এরপরেই বিজেপিকে আক্রমণ করেন মমতা। তাঁর সাফ অভিযোগ, দিল্লির সরকার কর্মসংস্থান চায় না। মোদি সরকারকে তীব্র আক্রমণ তিনি বলেন, এজেন্সি রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর টার্গেট কর্মসংস্থান। কিন্তু, কতগুলো লোক তা চায় না। গণ্ডোগোল করে বেড়াচ্ছে। কোনও উন্নয়ন নেই। ​এদিন আগামীর লক্ষ্যও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষিতে দেশের মধ্যে শীর্ষে বাংলা, এবার লক্ষ্য শিল্প। তিনি বলেন, ৩৪ বছরে শিল্পকে তছনছ করেছে বামেরা। বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। শিল্পক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য একটি হেল্পলাইন চালু করছে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #CM Mamata Banerjee, #appointment letter, #Employment opportunities

আরো দেখুন