দেশ বিভাগে ফিরে যান

ভাঁড়ে মা ভবানী! গবেষণার কাজে কর্পোরেটদের কাছে হাত পাতছে মোদী সরকার

September 12, 2022 | 2 min read

দুরারোগ্য রোগ নিরাময়, টিকা তৈরি থেকে শুরু করে বিকল্প জ্বালানি খোঁজা, পানীয় জলের সমস্যা মেটানো, সব কিছুর জন্যেই গবেষণা আবশ্যক। সেই গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট। মোদী সরকারের নীতি আয়োগ বলছে, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কাজে বিশ্বের উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে ভারতের স্থান সর্বনিম্ন। গবেষণা এবং উন্নয়নের লক্ষ্যে রাশিয়া জনপ্রতি ২৮২ মার্কিন ডলার খরচ করে, ব্রাজিল ও মালয়েশিয়ার মতো দেশ যথাক্রমে ১৭৩ ও ২৯৩  মার্কিন ডলার খরচ করলেও, ভারতে ওই খাতে জনপ্রতি বরাদ্দ মোটে ৪৩ মার্কিন ডলার। স্বভাবতই প্রশ্ন উঠছে, নয়া সংসদ ভবন তথা সেন্ট্রাল ভিস্তা তৈরির জন্যে মোদী সরকারের কাছে টাকা থাকলেও, গবেষণার জন্যে মোদী সরকারের টাকা নেই কেন?

মোদী সরকারের ভাঁড়ে মা ভবানী! তাই রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কাজের জন্যে এবার বেসরকারি সংস্থার কাছে হাত পাতছে মোদী সরকার। আমেদাবাদে আয়োজিত এক সম্মেলনে বেসরকারি সংস্থাগুলির কাছে বিজেপি সরকার অনুরোধ করছে যাতে তারা সিএসআর খাতের টাকা ভারতের গবেষণার জন্যে খরচ করে। বেসরকারি কোম্পানিগুলির কাছে তাদের সিএসআর (CSR) খাতের অন্তত ১ শতাংশ দেশের গবেষণায় খরচ করার চাইছে মোদী সরকার।

প্রসঙ্গত, গবেষণা প্রয়োজন কিন্তু তা সত্ত্বেও গবেষণা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে চলেছে মোদী সরকার (Modi Govt)। ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির গবেষণা খাতে বাজেট বরাদ্দ বিগত অর্থ বছরের চেয়ে ১৩ শতাংশ কমিয়েছে মোদী সরকার। অথচ ভ্যাকসিনের গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছে ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি। তাদেরই গবেষণার অর্থ বরাদ্দ কমালো বিজেপি (BJP) সরকার!

আবার দেশের গবেষণায় বিদেশি বিনিয়োগের বিষয়েও জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কর ছাড়ের সুবিধার মতো সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করছেন ডিবিটির পরামর্শদাতা ডঃ অখিলেশ গুপ্ত। সেক্ষেত্রে কর্ণাটককে নজির হিসেবে তুলে ধরা হচ্ছে। উল্লেখ, গবেষণার ক্ষেত্রে কর্ণাটকে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে। আদপে দেশের গবেষণা সংস্থাগুলিকে কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীনে নিয়ে আসার বন্দোবস্ত পাকা করে ফেলতে চাইছে বিজেপি সরকার। করোনা অতিমারি বুঝিয়ে দিয়েছে গবেষণার প্রয়োজনীয়তা, সেখানে গবেষণা জন্যে টাকা ব্যয় করতে নারাজ মোদী সরকার। যা দেশের সরকারের অদূরদর্শিতার পরিচায়ক। নানা মহলে প্রশ্ন উঠছে তবে কি দেশের গবেষণা সংস্থাগুলিকেও বেসরকারিকরণের দিতে ঠেলে দিতে চাইছে মোদী সরকার?

TwitterFacebookWhatsAppEmailShare

#ahmedabad, #Modi Government, #CSR, #Centre-State Science Conclave

আরো দেখুন