দেশ বিভাগে ফিরে যান

মোদীর বিরুদ্ধে মুখ বন্ধ করলেই মিলত উপ রাষ্ট্রপতির পদ? বিস্ফোরক সত্যপাল

September 12, 2022 | < 1 min read

মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের (Satya Pal Malik) মন্তব্যকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এর আগেও একাধিকবার মেঘালয়ের রাজ্যপালকে (Meghalaya Governor) মোদী তথা বিজেপি বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে। ১০ সেপ্টেম্বর সত্যপাল দাবি করেছিলেন, মোদী সরকারের বিরুদ্ধে মুখ না খুললে বা সমালোচনা বন্ধ করলে, তাঁকে দেশের উপ রাষ্ট্রপতি করত বিজেপি; এমন কথা তিনি লোকমুখে প্রায়শই শুনেছেন। এই নিয়েই মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে দেশের বিরোধী দলগুলি। বিরোধীদের সাফ প্রশ্ন, আর কতদিন পাইয়ে দেওয়ার রাজনীতি করবেন মোদী?

নানা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন সত্যপাল। গোয়ার রাজ্যপাল থাকাকালীন গোয়ার বিজেপির সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, কৃষক আন্দোলনের সময়তেও তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে সওয়াল করেছিলেন। মোদীর কৃষক দরদী মেকি ইমেজ ভেঙে খান খান হয়ে গিয়েছিল তাঁর দাবিতে। তিনি বলছিলেন, কৃষক আন্দোলন নিয়ে কথা বলতেও রাজি ছিলেন না মোদী (Narendra Modi)। মোদী উদ্ধত বলেও বিস্ফোরণ ঘটিয়েছেন সত্যপাল। আবার কখনও তিনি দিল্লির রাজপথের নাম পরিবর্তনে কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও উপ রাষ্ট্রপতি পদের প্রস্তাব প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি একেবারেই আগ্রহী নন। আরও বলেন, তিনি চুপ থাকবেন না। যেটা অনুভব করবেন, সেটাই তিনি ​বলবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Modi Government, #Satya Pal Malik, #vice president, #Meghalaya Governor

আরো দেখুন