রাজ্য বিভাগে ফিরে যান

জনজীবন বিপন্ন করে বিজেপি’র নবান্ন অভিযান, জনস্বার্থ মামলা হাই কোর্টে

September 13, 2022 | < 1 min read

জাতীয় সড়ক আটকে, জনজীবন বিপন্ন করে সভা, মিছিল, সমিতিতে যখন নিষেধাজ্ঞা রয়েছে, তখন কেন বিজেপি’র নবান্ন অভিযোন? এই অভিযোগ এনে কলকাতা হাই কোর্টে মঙ্গলবার একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।


রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতা করে এই মামলাটি করেন। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার অবস্থা। দ্বিতীয় হুগলি সেতু-সহ শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তার পরেও সাঁতারাগাছিতে পুলিশ আর বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ। পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। মিছিলে যোগ দেওয়ার আগে আটক হয়েছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।


এদিন মামলা দায়ের করে রমাপ্রসাদ সরকার আর্জি জানান, যাতে মঙ্গলবারই তাঁর মামলার শুনানি হয়। যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আপত্তি জানায়। ডিভিশন বেঞ্চের তরফে মামলাকারীকে বলা হয়, ‘‘আপনি মামলা দায়ের করুন, দ্রুত শুনানি হবে কি না, বিবেচনা করে দেখা হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #Nabanna, #West Bengal Police, #bjp, #Violence, #nabanna abhijan

আরো দেখুন