দেশ বিভাগে ফিরে যান

‘ভারত জোড়ো’ যাত্রার মাঝেই গোয়ার আট জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে

September 14, 2022 | < 1 min read

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা-র মধ্যেই গোয়ায় বিজেপিতে ‘জুড়ে’ গেলেন কংগ্রেসের আট জন বিধায়ক।

বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল। গোয়ায় কংগ্রেসের ১১ জন বিধায়কের মধ্যে আটজনই বিজেপিতে যোগ দিলেন। কংগ্রেস পরিষদীয় দল ও রাজ্য পার্টির অফিসে বসে রীতিমত প্রস্তাব পাশ করে দল ছাড়েন ওই বিধায়করা।

বুধবার গোয়ার প্রবীণ কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর নেতৃত্বে আট বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। খোদ লোবো বিজেপি’র পতাকা হাতে তুলে নিয়ে নাম না করে রাহুলকে কটাক্ষ করে বলেন, ‘‘এখন কংগ্রেস ছাড়ো, বিজেপিতে জোড়ো।’’

কংগ্রেস অবশ্য গোয়ায় লোটাস অপারেশনের অভিযোগ করেছে। তাদের দাবি, বিস্তর ঘোড়া কেনাবেচা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘বিজেপি সব রকমের ষড়যন্ত্র করেছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছে। গুন্ডাদের দিয়ে বিরোধীদের হুমকি দিয়েছে, বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়েছে… এ সবই তারা করছে। কারণ, রাহুল গাঁধী ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন।’’

৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক ২০ জন। এবছর মার্চের বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১১টি আসন। আটজন একসঙ্গে দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইনের ওই কংগ্রেস বিধায়কদের সদস্যপদ খারিজের আশঙ্কা নেই। অন্যদিকে, বিজেপির সদস্য ২০ থেকে বেড়ে দাঁড়াল ২৮-এ।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Bharat jodo campaign, #Congress, #bjp, #Goa

আরো দেখুন