সিঙ্গুর অতীত, রাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছে টাটা গোষ্ঠী, বাড়বে কর্মসংস্থানও
বৃহস্পতিবার খড়্গপুরে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প-আন্তরিকতার গুনগান গাইলেন খোদ টাটাগোষ্ঠীর আধিকারিকরা। বলেছেন, ‘শুধু বিনিয়োগ টানার জন্যই উৎসাহী নন মুখ্যমন্ত্রী। শিল্প তাঁর হৃদয়ে রয়েছে।’ কৃষকদের স্বার্থে সিঙ্গুর আন্দোলনের পর বিরোধীরা ‘শিল্পবিরোধী’ তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে। তাই বাংলায় বিনিয়োগ নিয়ে আসা মুখ্যমন্ত্রীর কাছেও চ্যালেঞ্জ ছিল।
এদিন খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুকে টাটা মেটালিকসের ডাকটাইল আয়রন পাইপ কারখানার প্রথম পর্যায়ের সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সংস্থার অন্যতম ডিরেক্টর সঞ্জীব পাল জানান খড়্গপুরে অথচ টাটা মেটালিকস কারখানা থেকে একটি ছোট রাস্তা পেরিয়ে গন্তব্যে পৌঁছতে এক ঘণ্টা সময় লেগে যেত কারণ, রাস্তাটির হাল খারাপ ছিল। মুখ্যমন্ত্রী জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে ফোন করেন এবং সমাধানের জন্য নির্দেশ দেন। রাস্তাটি তারপরই সারানো হয়েছে। তার রক্ষণাবেক্ষণও যথাযথ। এক ঘণ্টার সেই পথ এখন যেতে এখন ১৫ মিনিট লাগে।
টাটার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার জানান, ‘এখানে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন করে যে ৬০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, সেখানে দেড় থেকে দু’হাজার মানুষ সরাসরি চাকরি পাবেন। রাজ্যের জিডিপি বাড়বে। এখানে শিল্পবান্ধব পরিবেশ আছে বলেই তা সম্ভব। রাজ্য সরকারের সবরকমের সহযোগিতা ছিল বলেই লগ্নি হয়েছে।’