দেশ বিভাগে ফিরে যান

ভোটের ঠিক আগে গুজরাতের দলিত নেতা জিগনেশকে ৬ মাস জেলের সাজা

September 17, 2022 | < 1 min read

ফাইল ছবি। সৌঃ জিগ্নেশের ফেসবুক পেজ

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা ভোট৷। তার ঠিক আগেই ছ’বছর পুরনো মামলায় দলিত নেতা ও নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানির জেলের সাজা হল৷ শুক্রবার আমেদাবাদের একটি আদালত গুজরাতের এই দলিত নেতার এবং আরও ১৮ জনের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে৷ ৷

২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর রাখতে হবে এই দাবি নিয়ে জিগনেশ মেওয়ানিরা গুজরাত বিশ্ববিদ্যালয়ের আইন ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন ৷ ওই ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছিল৷ বেআইনি কার্যকলাপ এবং দাঙ্গা বাধানোর অভিযোগের মামলা রুজু হয় অভিযুক্তদের বিরুদ্ধে৷ বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়৷ এদিন বাকি ১৯ জনকে ছ’মাসের জন্য জেল এবং ৭০০ টাকা জরিমানা করেন বিচারক পি এন গোস্বামী৷

রাজ্যে ভোটের ঠিক আগে জিগনেশের ছ’মাসের জেলের সাজা ঘোষণা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। গুজরাতের দলিতদের মধ্যে জিগনেশের যথেষ্ট প্রভাব রয়েছে৷ বিধানসভা ভোটের মুখে তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কথাবার্তা চলছে৷ তাই সন্দেহের তীর গিয়ে বিদ্ধ হচ্ছে সেই বিজেপির দিকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gujarat election, #gujarat, #jignesh mevani, #Dalit Leader

আরো দেখুন