রাজ্য বিভাগে ফিরে যান

পুজো মাটি করবে নিম্নচাপ? কী বলছে হাওয়া অফিস?

September 18, 2022 | < 1 min read

পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? চিন্তায় বঙ্গবাসী। ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপের মেঘ। মরশুমের শুরুতে বৃষ্টির জন্যে অপেক্ষা করেছে বাংলা, তার শেষ বেলার বর্ষা ঝোড়ো ব্যাটিং করছে। এগিয়ে আসছে পুজো, আর একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় পুজো মাটি হওয়ার অশনি সংকেত উঁকি দিচ্ছে বাঙালির মনে। প্রশ্ন উঠছে, পুজোয় থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, ফের নিম্নচাপ তৈরি হতে পারে। সঙ্গে থাকছে ঘূর্ণাবর্তের আশঙ্কাও। আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিস বলছে, ১৮ তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এছাড়াও ২০ তারিখ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। জোড়া আক্রমণে ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। বলা হচ্ছে, আগামী চার দিন নাগাড়ে চলবে বৃষ্টি। আজ কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত। তারপর আবহাওয়ার বদল হতে পারে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, নদিয়াসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে।

উত্তরের জেলাগুলিতেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আবহাওয়া দপ্তর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২১ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। এখন যারা সমুদ্রে রয়েছেন, তাদের ২০ তারিখের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #durga puja, #Rain

আরো দেখুন