মোদীর মন্ত্রিসভার সেরা পাঁচ মন্ত্রী এঁরাই, বলছে দৃষ্টিভঙ্গির সমীক্ষা
মোদী সরকারের মন্ত্রীদের নিয়ে কী ভাবে বাংলা? সেই উত্তর খুঁজতেই দৃষ্টিভঙ্গি পৌঁছে গিয়েছিল আম বাঙালির কাছে। গোটা বাংলাজুড়ে প্রায় ২,৫০০ জনের মধ্যে একটি সমীক্ষা করা হয়। সমাজের বিভিন্নস্তরের মানুষেরা এই সমীক্ষায় সামিল হয়েছেন। সাধারণ মানুষের উত্তরের ভিত্তিতে তিনটি মাপকাঠিতে এই সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন, তহবিলের ব্যবহার এবং পরিকল্পনা; এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই নম্বর পেলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। দেখে নেওয়া যাক বাংলার মানুষের বিচারে সেরা পাঁচ মন্ত্রী হলেন কারা।
মোদীর মন্ত্রিসভার সেরা পাঁচ মন্ত্রী এঁরাই, বলছে দৃষ্টিভঙ্গির সমীক্ষা
নীতিন গড়করি:
দৃষ্টিভঙ্গির সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি মোদী মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রীদের মধ্যে রয়েছেন। তাঁর কাজে বেশ সন্তুষ্ট বাংলার মানুষ।
তিন বিভাগে নম্বর:
প্রকল্প বাস্তবায়ন: ৭০/১০০
তহবিল ব্যবহার: ৬৫/১০০
পরিকল্পনা: ৭৫/১০০
মোট: ৭০%
মনসুখ মণ্ডভিয়া:
সমীক্ষার পরিসংখ্যান বলছে, মোদী সরকারের এই মন্ত্রী মন্ত্রিসভার সেরা মধ্যে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সামলান মনসুখ মণ্ডভিয়া। এছাড়াও তিনি দেশের রসায়ন ও সার মন্ত্রী।
তিন বিভাগে নম্বর:
প্রকল্প বাস্তবায়ন: ৬০/১০০
তহবিল ব্যবহার: ৭৫/১০০
পরিকল্পনা: ৬০/১০০
মোট: ৬৫%
ভূপেন্দ্র যাদব:
হাল আমলে যেকোন দেশের ক্ষেত্রেই পরিবেশ অন্যতম চিন্তার কারণ হয়ে উঠেছে। সেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব সামলান ভূপেন্দ্র যাদব। এর পাশাপাশি তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তাঁর কাজেও বেশ খুশি আম জনতা। তবে সমীক্ষায় একটি জিনিস উঠে এসেছে, তিনি যুবদের ভোট পাচ্ছেন না।
তিন বিভাগে নম্বর:
প্রকল্প বাস্তবায়ন: ৬৩/১০০
তহবিল ব্যবহার: ৬৫/১০০
পরিকল্পনা: ৫৫/১০০
মোট: ৬১%
রাজনাথ সিং:
সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোদী মন্ত্রিসভায় শীর্ষস্থানীয়দের মধ্যে অন্যতম। প্রতিরক্ষা দপ্তর তথা তাঁর কাজ সন্তোষজনক, এমনই বলছে বাংলা।
তিন বিভাগে নম্বর:
প্রকল্প বাস্তবায়ন: ৫০/১০০
তহবিল ব্যবহার: ৬০/১০০
পরিকল্পনা: ৭০/১০০
মোট: ৬০%
গজেন্দ্র সিং শেখওয়াত:
সমীক্ষার ফলাফলে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মোদীর মন্ত্রিসভার সেরাদের একজন হয়ে উঠেছেন। সম্প্রতি কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার শীর্ষ-কর্মক্ষমতাসম্পন্ন মন্ত্রীদের একজন।
তিন বিভাগে নম্বর:
প্রকল্প বাস্তবায়ন: ৬৫/১০০
তহবিল ব্যবহার: ৫০/১০০
পরিকল্পনা: ৫৫/১০০
মোট: ৫৮.৬%
*(এই সমীক্ষা সাধারণ মানুষের মতের প্রতিফলন মাত্র। এই সমীক্ষায় দৃষ্টিভঙ্গির নিজস্ব কোনও মত নেই।)*