দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল আদালত

September 20, 2022 | < 1 min read

মুম্বইয়ে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের (Narayan Rane) বাংলোর অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। দু’সপ্তাহের মধ্যে বাংলোটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে রানেকে।

মুম্বইয়ের অভিজাত জুহু অঞ্চলে কোনও রকম নিয়মকানুনের পরোয়া না করে একটি বাংলো নির্মাণের অভিযোগ ওঠে বর্ষীয়ান বিজেপি নেতার বিরুদ্ধে। প্রথমে সন্তোষ দণ্ডকার নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন হাইকোর্টে। পরে মুম্বই পুরসভা রানেকে নোটিস দেয়। এরপরই পুরসভার প্রতিনিধি দল বাংলোটি পরিদর্শনে আসে।

জুহুতে যে বাংলোয় রাণে থাকেন, সেই বাড়ি তৈরির সময় ‘ফ্লোর স্পেস ইনডেক্স’ (এফএসআই) এবং ‘কোস্টাল রেগুলেশন জোন’ (সিআরজেড)-এর নিয়মাবলি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে বিএমসি।

মঙ্গলবারের শুনানিতে রাণের আইনজীবী শার্দূল সিংহ আদালতের কাছে ছ’সপ্তাহ সময় চান। যাতে এই সময়ের মধ্যে তাঁরা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) আবেদন করতে পারেন। কিন্তু বম্বে হাইকোর্ট সেই আর্জিও খারিজ করে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #bjp, #Bombay High Court, #Narayan Rane

আরো দেখুন