মূল্যবৃদ্ধির দায় নেবে না মোদী সরকার, দায়িত্ব ছাড়া হল রিজার্ভ ব্যাঙ্কের হাতে
রিজার্ভ ব্যাঙ্কের হাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দায়িত্ব ছেড়ে সব দায় থেকে নিজেকে মুক্ত করল মোদী সরকারের অর্থমন্ত্রক। কেন্দ্র এ ব্যাপারে বিশেষ কোনও পদক্ষেপ তো নেবেই না, উল্টে রাজ্য সরকারগুলিকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে। সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে তারা যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। কার্যত, মূল্যবৃদ্ধি ঠেকাতে মোদী সরকারের অর্থমন্ত্রক হাত তুলে নিল। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন। রিজার্ভ ব্যাঙ্কের উপর সব দায় চাপিয়ে বলা হয়েছে তাদের হাতে রয়েছে একটাই সমাধান সূত্র, যা কিনা রেপো রেট বৃদ্ধি।
আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটি বৈঠকে বসবে। অর্থমন্ত্রক সূত্রে তো বটেই, একাধিক আর্থিক সংস্থার সমীক্ষা জানাচ্ছে, সেখানে আবার বাড়ানো হতে পারে রেপো রেট। কত বেসিস পয়েন্ট বাড়তে পারে তা নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। তবে সামগ্রিকভাবে ৩৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। সেক্ষেত্রে মধ্যবিত্তের গাড়ি-বাড়ির ঋণে মাসিক কিস্তির বোঝা আবার বাড়বে।