কলকাতা বিভাগে ফিরে যান

প্রতীক্ষার অবসান, ২২ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে টালা ব্রিজ

September 20, 2022 | < 1 min read

অবশেষে খুলে যাচ্ছে টালা ব্রিজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, আগামী ২২ সেপ্টেম্বর থেকে টালা ব্রিজে চালু হতে চলেছে যান চলাচল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্রিজের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকেই গাড়ি চলাচল আরম্ভ হলেও আপাতত ৮-১০ টনের বেশি ওজনের গাড়ি চলবে না। জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বরের পর থেকে এই বিধিনিষেধ প্রায় উঠে যাবে। পুজোর আগে ব্রিজ চালু করার বিষয়ে আশাবাদী ছিল রাজ্য। সেই মতোই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে পূর্তদপ্তর। অবশেষে পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। 

উল্লেখ, ২০১৯ সালে সরকারি সংস্থা রাইটস স্বাস্থ্য পরীক্ষায় টালা ব্রিজের বেহাল দশার কথা জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল ব্রিজ ভেঙে ফেলা দরকার। ২০২০ ফেব্রুয়ারি মাসে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। তারপর রাজ্য ৪৬৮ কোটি টাকা ব্যয় করে নতুন টালা ব্রিজ তৈরি করেছে। চার লেনের এই ব্রিজের দৈর্ঘ‌্য প্রায় ৭৫০ মিটার। যার মধ্যে ২৪০ মিটার রেললাইনের উপর অবস্থিত। গত কয়েকদিন ধরেই ব্রিজের ভারবহন ক্ষমতার পরীক্ষা চালানো হয়েছে। খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ব্রিজ। তারপরই ব্রিজ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Tala, #tala bridge

আরো দেখুন