সংসদীয় স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠনে বিরোধীদের ছেঁটে ফেলবে মোদী সরকার? জল্পনা
শোনা যাচ্ছে, আগামী মাসেই নতুন করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি গঠিত হতে চলেছে। দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে, কংগ্রেস বা তৃণমূলের মতো বিরোধী দলগুলি থেকে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি পদ কেড়ে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, সংসদে মোট ২৪টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। তার মধ্যে ১৬টির সভাপতি হন লোকসভার সাংসদরা। বাকি আটটির দায়িত্বে থাকেন রাজ্যসভার সদস্যরা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করেন, কে কোন কমিটির চেয়ারম্যান হবেন। প্রচলিত প্রথা মেনে বিরোধী দলের সাংসদদের অর্থ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ ইত্যাদির মতো সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি করা হয়। এখন তা মানা হয় না বলেই অভিযোগ। এই বিষয়ে বিরোধী দলগুলি একজোট হয়ে মোদী সরকারের বিরোধীতায় নামবে বলেই জানা যাচ্ছে।
আগেই অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধীদের থেকে কেড়ে নিয়ে বিজেপির জয়ন্ত সিনহাকে সভাপতি করা হয়েছিল। গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে অন্যতম স্বরাষ্ট্র সংক্রান্ত কমিটিটি এখনও বিরোধীদের হাতেই রয়েছে। সেখানে বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভি ওই পদে আসীন। অন্যদিকে, খাদ্য ও গণবণ্টন সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতির পদ সামলাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সাংসদ শশী থারুর এবং জয়রাম রমেশ যথাক্রমে তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সংক্রান্ত কমিটির দায়িত্বে রয়েছেন। সমাজবাদী পার্টির রামগোপাল যাদব স্বাস্থ্য সংক্রান্ত কমিটির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, লোকসভার চতুর্থ বৃহত্তম এবং রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও, তৃণমূলকে কেবলমাত্র একটি কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল।