খেলা বিভাগে ফিরে যান

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় দিয়েই বাইশ গজ ছাড়বেন ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন

September 22, 2022 | < 1 min read

২১ সেপ্টেম্বর ক্যান্টারবেরিতে ইংল্যান্ড বধ ভারতের মেয়েদের। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল হরমনপ্রীতরা। চলতি ওডিআই সিরিজেই শেষবারের মতো ভারতের জার্সিতে নামলেন ঝুলন। ফলে সিরিজ পকেটে পুরে চাকদহ এক্সপ্রেসের বিদায়কে চিরস্মরণীয় করে রাখল ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে যায় ভারত। ৫ উইকেটে হারিয়ে ৩৩৩ রান করে টিম ইন্ডিয়া। তবে ভারতের শুরুটা ভাল হয়নি। শুরু দিকের ওভারের মধ্যেই ফিরে যান শেফালি ভার্মা। ওপেনার স্মৃতি মান্ধানা ৪০ রানের ইনিংস খেলেন। এরপর মিডল অর্ডারে এসে হাল ধরেন হরমনপ্রীত। বিধ্বংসী হয়ে ওঠেন ক্যাপ্টেন। হারলিন ৫৮ রান করেন। অধিনায়ক হরমনপ্রীত সেঞ্চুরি করেছেন, ১৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ভারত অধিনায়কের ১১১ বলে অপরাজিত ১৪৩ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস, ২৪৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ১২ রানেই ২ উইকেট হারিয়ে প্রথমেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ড্যানিয়াল ওয়াট কিছুক্ষণ লড়াই চালাচ্ছিলেন, ড্যানিয়ালের ব্যক্তিগত সংগ্রহ ৬৫। যদিও শেষ রক্ষা হয়নি, ৮৮ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে রেনুকা সিংহ ৪টি উইকেট পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#England, #harmanpreet kaur, #century, #India, #Cricket, #Sports

আরো দেখুন