গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৫,৪৪৩ পজিটিভিটি রেট ১.৬১ শতাংশ
September 22, 2022 | < 1min read
গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৩ জন। পজিটিভিটি রেট কমে ১.৬১ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস গিয়েছে ০.১০ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৬ হাজার ৩৪২ জন। একদিনে করোনায় মৃত ২৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৪২৯ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৭৮ হাজার ২৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৯১ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।