দেশ বিভাগে ফিরে যান

শীতকালীন অধিবেশন থেকেই সংসদে প্রশ্নের উত্তরে ব্যবহৃত হবে লিঙ্গ নিরপেক্ষ শব্দ

September 23, 2022 | < 1 min read

শীতকালীন অধিবেশন থেকেই সংসদে প্রশ্নের উত্তরে এবার ব্যবহৃত হবে লিঙ্গ নিরপেক্ষ শব্দ। শুধু ‘স্যর’ বলে আর সম্বোধন করা হবে না।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর অনুরোধের ভিত্তিতে। আগস্ট মাসেই প্রিয়াঙ্কা চতুর্বেদী সংসদ বিষয়ক মন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে বিশেষ লিঙ্গকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন শিবসেনার সাংসদ। সংসদে তোলা প্রশ্নের উত্তর নেতিবাচক হলে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফ থেকে জবাব আসে ‘নো, স্যর’- এই উদাহরণ দিয়েছিলেন তিনি।

শিবসেনার এই সংসদের চিঠির পরিপ্রেক্ষিতে জবাব এসেছে রাজ্যসভার সচিবালয় থেকে। সেখানে বলা হয়েছে,যদিও সব প্রশ্নের উত্তর দেওয়া হয় চেয়ারপার্সনকে সম্বোধন করেই, তবুও রাজ্যসভার শীতকালীন অধিবেশন থেকেই বলা হবে লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার করতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gender, #Rajyasabha, #Priyanka Chaturvedi, #Winter Session, #parliament winter session

আরো দেখুন