টাকার পতন অব্যাহত, প্রায় ৮১-র গণ্ডি ছুঁয়ে রেকর্ড ডলারের
টাকার দরের পতন অব্যাহত। কোনভাবেই আর ঠেকানো যাচ্ছে না। মোদী আমলে টাকা আর ডলারের ফারাক ক্রমেই বেড়ে চলেছে। ২২ সেপ্টেম্বর দিনভর মার্কিন ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন দেখল দুনিয়া। গতকাল একসময় ডলারের মূল্য পৌঁছে গিয়েছিল ৮০ টাকা ৯৫ পয়সায়। পরে যদিও তা কমে ৮০ টাকা ৮৬ পয়সায় এসে থামে। যা রীতিমতো রেকর্ড। উল্লেখ্য, এর আগে কখনও টাকার দাম এত কমেনি। গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ শিখর স্পর্শ করেছে ডলারের মূল্য। অন্যদিকে, আরও ৯০ পয়সা পড়ল টাকার দাম।
ব্লুমবার্গের রিপোর্ট জানাচ্ছে, মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩-৩.২৫ শতাংশ করেছে। সুদের হার বাড়ানোর জেরেই টাকার দামের এহেন পতন ঘটল। ফোরেক্স কারবারিদের মত, ডলারের এই মূল্য বৃদ্ধি ভারতীয় বাজারে প্রভাব ফেলবেই। ডলারের দাম বাড়ার কারণে টাকার দাম ৮০.১০ থেকে ৮০.৫০-এর মধ্যে ঘোরাফেরা করবে বলে আশাবাদী ছিল আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমি। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়ে ডলার দর কমে ৮০.৮৬ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলল।