রাজ্যে লগ্নি ১২০ কোটি, হাওড়ায় নতুন কারখানা গড়ছে লাক্স ইন্ডাস্ট্রিজ
হাওড়ায় নতুন কারখানা গড়তে চলেছে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লগ্নি ও শিল্পায়ন যে বাংলার লক্ষ্য তৃতীয় দফায় ক্ষমতায় ফিরেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমেই শিল্পপতিদের লগ্নির সেরা গন্তব্যে পরিণত হয়েছে বাংলা। এবার চলতি বছরেই হাওড়ার জগদীশপুরে নতুন কারখানা চালু করতে চলেছে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খবর পাওয়া গিয়েছে, ওই নয়া কারখানায় ১২০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।
জানা গিয়েছে, চলতি বছর প্রায় ৫০টি শোরুম চালু করতে চলেছে সংস্থা। শোরুম গুলিতে কেবলমাত্র লাক্সের নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রি হবে। সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর সাকেত টোডির কথায়, তাঁদের ব্র্যান্ড লাক্স কোজি এই মুহূর্তে ৭০০ কোটি টাকার ব্যবসা করছে। ব্যবসায় ১২ শতাংশ বৃদ্ধিকে পাখির চোখ করে এগোচ্ছে লাক্স। উল্লেখ্য, বাংলায় লাক্সের পোশাক তৈরির ছটি কারখানা রয়েছে। বাংলায় সংস্থার মোট উৎপাদনের ৫০ শতাংশ তৈরি হয়েছে। বাংলার ছটি কারখানার মধ্যে সবচেয়ে বড় কারখানাটি রয়েছে হুগলির ডানকুনিতে।