দেশ বিভাগে ফিরে যান

ডাবল ইঞ্জিন রাজ্য হরিয়ানায় উড়ালপুল থেকে চার হাজার নাটবল্টু উধাও!

September 24, 2022 | < 1 min read

উড়ালপুল থেকে চার হাজার নাটবল্টু উধাও। এমনই চুরির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য হরিয়ানার যমুনানগর জেলায়। সরকারি ইঞ্জিনিয়ার সেখানকার সেই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে ধরেছে এই অভিনব চুরি।

হরিয়ানার সহারনপুর, পঞ্চকুলার মধ্যবর্তী ৩৪৪ নম্বর জাতীয় সড়কে একটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করতে উদ্যোগ নিয়েছিল প্রশাসন। ইঞ্জিনিয়ারকে। ইস্পাত-নির্মিত এই উড়ালপুলটি পর্যবেক্ষণ করতে গিয়ে ধরা পরে সেটির মধ্যে থেকে হাজার হাজার নাটবল্টু উধাও।

সংবাদমাধ্যমকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই উড়ালপুলটি কম করে হাজার চারেক নাটবল্টু চুরি গিয়েছে। সেতুটির নির্মাতা সংস্থা পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছে। অজানা দুষ্কৃতীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Haryana, #flyover

আরো দেখুন