কলকাতা বিভাগে ফিরে যান

উদ্দেশ্য বিদেশী পযর্টকদের টানা, জানুয়ারিতেই খুলে যাবে দীঘার প্রথম চার তারা হোটেল

September 24, 2022 | < 1 min read

দীঘার প্রথম ‘চার তারা’ তকমার হোটেল চালু হবে বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, দীঘাশ্রীতে। হোটেলের সঙ্গে কনভেনশন সেন্টারটিও চালানোর জন্য নামী হোটেল চেন সংস্থা ‘এপিজে সুরেন্দ্র গ্রুপ’এর সঙ্গে ইতিমধ্যে রাজ্য সরকারের চুক্তি হয়েছে সেই অর্থে।

পেশাদারি পরিচালনায় কনভেনশন সেন্টারটি আরও ভালোভাবে চলবে, এমনটাই আশা করছে দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষ (ডিএসডিএ)। এতে সরকারের আয়ের পাশাপাশি দীঘায় বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে নতুন হোটেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

২০১৭ সালে উদ্যোগে নিউ দীঘায় সাড়ে পাঁচ একর জমিতে কনভেনশন সেন্টার তৈরির কাজ শুরু হয়। দুই বছরের মধ্যে পুরো প্রকল্পটি শেষ হয় প্রায় ৭০ কোটি টাকা খরচ করে। নাম দেওয়া হয় দীঘাশ্রী ২০১৯’এর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শিল্প-বাণিজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেন, যা সফলভাবে সম্পন্ন হয়।‌ সেই প্রথম দীঘাতে এত বড় মাপের কোন অনুষ্ঠান হয়েছিল।

এমনিতেই দীঘাশ্রীতে বিশ্বমানের সম্মেলন অনুষ্ঠিত করার পরিকাঠামো রয়েছে । ৯৬০ আসনের অডিটোরিয়ামের সঙ্গে আছে এগজিবিশন হল। পুরোটাই কেন্দ্রীয়ভাবে শীততাপ নিয়ন্ত্রিত। সংলগ্ন এলাকায় তৈরি করা হয় হোটেল বিল্ডিং। চার তারা হোটেলে যা যা থাকা দরকার, যেমন- সুইমিং পুল, স্পা, জিমনাসিয়াম, ব্যাঙ্কোয়েট, সবই আছে এখানে। মোট ৬৬টি কামরার মধ্যে স্যুইটের সংখ্যা ১৪টি। জানা যাচ্ছে, আগামী জানুয়ারিতে হোটেলটি চালু হয়ে যাবে। এপিজে সুরেন্দ্র গ্রুপের সঙ্গে রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি (৩০ বছর) চুক্তি হয়েছে, দীঘাশ্রীর পরিচালনা নিয়ে। চুক্তিতে বিশেষ ব্যবস্থা রয়েছে যে কনভেনশন সেন্টারটি যাতে রাজ্য সরকার প্রয়োজনে ব্যবহার করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dighashree, #Digha

আরো দেখুন