দেশ বিভাগে ফিরে যান

বাজেট প্রস্তুতিতে নাজেহাল অবস্থা রেলমন্ত্রকের

September 24, 2022 | < 1 min read

২০২৩-২৪ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। আর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই তার প্রস্তুতি বৈঠক শুরু করতে চলেছে বিভিন্ন মন্ত্রক। তার আগে বাজেট প্রস্তুতি নিয়ে রীতিমতো দিশেহারা পরিস্থিতি রেলমন্ত্রকের।

এখন আর আলাদা করে রেল বাজেট পেশ হয় না ঠিকই। কিন্তু সাধারণ বাজেট সংক্রান্ত প্রস্তুতি বৈঠক শুরু করার আগে দস্তুরমতো সব জোন এবং ডিভিশনের কাছেই প্রস্তাব চেয়ে পাঠায় রেলমন্ত্রক। রেলওয়ে জোন এবং ডিভিশনগুলোও সেইমতো তা জমা দেয় রেল বোর্ডের কাছে। প্রধানত স্থানীয় চাহিদা খতিয়ে দেখেই প্রস্তাব জমা দেয় জোন এবং ডিভিশনগুলো। শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকও করা হচ্ছে। রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠাতে দিন কুড়ি লাগবে।’

ফলে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে আদৌ সাধারণ বাজেট সংক্রান্ত প্রস্তুতি বৈঠক শুরু করা সম্ভব হবে তো? আপাতত এই প্রশ্নেই বেজায় চিন্তিত হয়ে পড়েছে রেল বোর্ড। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি রেলমন্ত্রকের কোনও শীর্ষ আধিকারিক। রেল বোর্ড সূত্রে শুধুমাত্র ব্যাখ্যা দেওয়া হয়েছে, ‘পুরোটাই একটি রুটিন প্রক্রিয়া। নির্ধারিত সময় মেনেই যাবতীয় বৈঠকের আয়োজন করা হবে।’

রেল সূত্রের দাবি, পুরো প্রক্রিয়াটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রেলের বিভিন্ন জোন এবং ডিভিশনের প্রস্তাব খতিয়ে দেখার পরই বাজেট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রক। প্রস্তাব জমা দিতে দেরি হওয়ার অর্থই হল, রেলের পুরো প্রক্রিয়াটিই বিলম্বিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rail budget, #Indian Railway

আরো দেখুন