রাজ্য বিভাগে ফিরে যান

চলতি বছরের শেষেই হবে টেট পরীক্ষা

September 24, 2022 | < 1 min read

টেট নিয়ে সুখবর শোনাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা। শুক্রবার বিকেলে পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে খুব শীঘ্রই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হবে বলেও পর্ষদ সূত্রে জানা গিয়েছে। তবে চলতি বর্ষের টেট পরীক্ষা নেওয়ার আগে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা তথা টেট-এর সম্পূর্ণ মেধাতালিকা নম্বর বিভাজন-সহ প্রকাশ করতে হবে। এদিন সংশ্লিষ্ট এক মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#TET Exam, #West Bengal

আরো দেখুন