যোগীরাজ্যে অধিবেশনেই তাসের আসর, গুটখায় মত্ত BJP-র বিধায়ক, দেখুন ভিডিও
বিজেপির গর্বের উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বহুদিন ধরেই গুন্ডা সমাজ বিরোধীদের রাম রাজ্যে পরিণত হয়েছে। ডবল ইঞ্জিন রাজ্যের আইন শৃঙ্খলাও একেবারেই তলানিতে, নারী সুরক্ষার দৈন দশাও ক্রমেই প্রকট হচ্ছে। কিন্তু এবার সে রাজ্যের গণতন্ত্রের মন্দিরের অচলবস্থাও প্রকাশ্যে এসে পড়ল। উত্তরপ্রদেশ বিধানসভার অধিবেশন চলাকালীন চরম বিশৃঙ্খলা দেখা গেল।
একদিকে চলছে অধিবেশন, আর অন্যদিকে বিজেপি (BJP) বিধায়করা মোবাইলে তাস খেলছেন, গুটখা খাচ্ছেন; এমনই অভিযোগ তুলেছ রাষ্ট্রীয় লোক দল অর্থাৎ আরএলডি ও সমাজবাদী পার্টি। বিজেপির বিরুদ্ধে বিধানসভার গরিমা নষ্টের অভিযোগ আনছেন সে রাজ্যের বিরোধী দলগুলো। এহেন অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে সমাজবাদী পার্টি (Samajwadi Party) ও আরএলডি (RLD) পৃথক দুটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে। সমাজবাদী পার্টির তরফে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাঁসির বিজেপি বিধায়ক রবি শর্মা (Ravi Sharma) বিধানসভায় বসে সুপুরির সঙ্গে তামাক মেশাচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুরোদমে বিধানসভার অধিবেশন চলছে। তারমধ্যে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে তিন পাত্তি খেলছেন এক বিধায়ক। আরএলডির দাবি, সংশ্লিষ্ট ব্যক্তির নাম রাকেশকুমার গোস্বামী (Rakesh Kumar Goswami)। তিনি মাহোবার কেন্দ্রের বিজেপি বিধায়ক। আরএলডির অভিযোগ, এটাই বিজেপির প্রকৃত চরিত্র। বিজেপি বিধায়করা বিধানসভায় কতটা পরিশ্রম করেন এবং তারা মানুষের প্রতি কতটা দায়বদ্ধ, বিধানসভায় রাকেশকুমার গোস্বামীর আচরণে তা স্পষ্ট হয়ে গিয়েছে।