সুবর্ণ জয়ন্তীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর চমক ‘ভ্যাটিকান সিটি’
আজ মহালয়া। বাংলাজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলি দেখার জন্যে মুখিয়ে রয়েছেন সকলে। কলকাতা তথা বাংলার দর্শণার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বিধাননগরের শ্রীভূমির পুজো দীর্ঘদিন ধরেই বিখ্যাত। এবার শ্রীভূমির দুর্গাপুজোর ৫০ বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের চকম ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা। প্রসঙ্গত, শ্রীভূমি দুর্গাপুজোয় বরাবরই চমক দিয়ে এসেছে। বিগত বছর তাদের থিম ছিল দুবাইয়ের গগনচুম্বী বুর্জ খলিফা।
রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বোস জানিয়েছেন, ১০০ জনেরও বেশি কারিগর তাদের পুজো প্যান্ডেল তৈরি করেছেন। কাজ সম্পূর্ণ করতে প্রায় ৬০ দিন লেগেছে।
বুর্জ খলিফার পর শ্রীভূমির এবারের থিম, খাস কলকাতায় বসে ইউরোপ ভ্রমণ। উদ্যোগক্তারা জানাচ্ছেন, দর্শকদের জন্যে এক টুকরো ভ্যাটিকান সিটি নিয়ে আসছেন তারা। ভ্যাটিকান সিটি হল পোপের বাড়ি। রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর। সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা, রোমের চারটি প্রধান ব্যাসিলিকার মধ্যে অন্যতম। ১৬২৬ সালে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা প্রতিষ্ঠিত হয়েছিল। গির্জাটি ক্যাথলিক চার্চের অন্যতম পবিত্র তীর্থস্থান। এবার তার আদলেই পুজো মণ্ডপ গড়েছে শ্রীভূমি স্পোটিং ক্লাব।
গত ২২ সেপ্টেম্বর শ্রীভূমির পুজোর উদ্বোধন হয়ে গিয়েছি। ইতিমধ্যেই শহর ও শহরতলির দর্শকদের মধ্যে এই পুজোকে নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। পুজোর দিনগুলি এখানে ঠাকুর দেখতে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা করছেন উদ্যোগক্তারা। সেই মতো আগাম প্রস্তুতি সারছেন আয়োজক শিবির ও প্রশাসন।