খেলা বিভাগে ফিরে যান

৩-০-এ সিরিজ জয় হরমনপ্রীতদের, লর্ডসে থামল চাকদা এক্সপ্রেসের চাকা

September 25, 2022 | 2 min read

দেশের হয়ে শেষ ম্যাচে উইকেট প্রাপ্তির উচ্ছ্বাস ঝুলনের। অভিনন্দন সতীর্থদের। ছবি: রয়টার্স

লর্ডসে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে, ৩-০-এ সিরিজ জিতে নিল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়ে বল করতে নেমেছিল ভারতের প্রমীলা ব্রিগেড। রেণুকার দুর্ধর্ষ বোলিংয়ে ভর করে ১৬ রানে জয় ছিনিয়ে নিল ভারত (India)। লর্ডসে এদিন বোলারদের দাপট চলেছে। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ভারত মাত্র ১৬৯ রান তোলে। দীপ্তি শর্মা ৬৮ রানে অপরাজিত ছিলেন। স্মৃতি মান্ধানা হাফ সেঞ্চুরি করেন। বল হাতে কেট ক্রস চার উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের (England) কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নেন ভারতের রেণুকা সিংহ। ঝুলন গোস্বামীর ঝুলিতে গিয়েছে দুই উইকেট। চার্লি ডিন কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে তিনি রান আউট হয়ে যাওয়ার পর সেই আশাও শেষ হয়ে যায়। যদিও চার্লি ডিনের রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বল করতে এসে নন স্ট্রাইকার চার্লি ডিনকে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে দেখেই উইকেট ভেঙে দেন দীপ্তি শর্মা। প্রসঙ্গত, ক্রিকেটের নিয়মে এখন আর মানকাডিং কোনও অপরাধ নয়। আইসিসির নিয়মে রান আউট হিসেবেই এটি বিবেচিত হয়। সিরিজের প্রথম দুটি ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল হরমনপ্রীতরা, এবার তিন নম্বরটা জিতে ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে হোয়াইওয়াশ করল ভারত। ম্যাচ সেরা হয়েছেন রেণুকা। ২২১ রান করে সিরিজের সেরা হলেন হরমনপ্রীত।

অন্যদিকে, শেষবারের মতো দেশের জার্সিতে খেলে ফেললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। লর্ডসে থামল চাকদা এক্সপ্রেসের চাকা। উল্লেখ্য, অভিষেক ম্যাচে ঝুলনের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচটিও ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Vs England, #India Women Cricket Team

আরো দেখুন