আজ চেতলায় চক্ষুদান সেরে ২৫০-র বেশি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
আজ, রবিবার মহালয়া, দেবীপক্ষের সূচনাক্ষণে বাংলার ২৫০-র বেশি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের নানান জেলায় ছড়িয়ে রয়েছে পুজোগুলি। ২৫০টি পুজোর মধ্যে উত্তর শহরতলির বরানগরের নেতাজিনগর লোল্যান্ড পুজো কমিটি, ন’পাড়া দাদাভাই সঙ্ঘ, বেলঘড়িয়া বাণীমন্দির ও সোদপুর নবদয় সঙ্ঘ রয়েছে। উল্লেখ্য, গতবছর করোনাকালেও আলিপুর পুলিস লাইন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জেলার পুজো উদ্বোধন করেছিলেন।
জানা গিয়েছে, প্রতিবছরের মতোই এবারও মন্ত্রিসভার সহকর্মী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর প্রতিমার চোখ আঁকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভার্চুয়ালি জেলার পুজোগুলির (Durga Puja) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোর থিমও আজ প্রকাশ পাবে।
আজই নজরুল মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হবে। সেই সঙ্গেই প্রকাশিত হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অ্যালবাম ‘বাংলার গান, উৎসবের গান’। গীতিকার, সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। সেই অনুষ্ঠান শেষে দুর্গাপুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, বাবুবাগান হয়ে চেতলা অগ্রণীতে পৌঁছবেন তিনি। সেখানেই ভার্চুয়ালি জেলার পুজোগুলিরও উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে।