পুজোর আগে শেষ রবিবার জমজমাট, দাপিয়ে শপিং সারল আম বাঙালি
পুজোর আগে শেষ রবিবার, জমিয়ে শপিং করল আম বাঙালি। অনলাইনের যুগেও ক্রেতারা জিতিয়ে দিল গড়িয়াহাট, নিউ মার্কেট ও হাতিবাগানকে। বিকেল চারটের গড়িয়াহাট, একবারে চেনা ছবি ধরা দিল। কাতারে কাতারে মানুষ ভিড় জমাল, জনসমাগম সামলাতে হিমশিম খেতে হল পুলিশ আধিকারিকদের।
ফুটপাতের দোকান থেকে বড় মল, কাচের দরজা দেওয়া স্টোর, সর্বত্র চলল দরদাম। দু-বছরের করোনা পেরিয়ে চেনা ছবি ফের ফিরল শহরে। কারও বাজেটটা অনেকখানি বেড়ে গেল, কেউ আবার সস্তায় পেলেন, আবার কেউ কেউ দামাদামিতে গোল দিলেন। যুবক-যুবতী, তরুণ-তরুণীদের ভিড় জমজমাট পুজোর বাজার। অটোর ভাড়া নিয়ে হাক-ডাকও চলল।
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জনসমুদ্র, টিকিট কাউন্টারের বাইরে লম্বা লাইন। নিউ মার্কেট (New Market) ভিড়ে ঠাসা, একটা মাছি গলবারও জায়গা নেই। রাস্তার ধারের দোকান থেকে শপিং মল, কোথাও পা রাখার জায়গা পর্যন্ত নেই। রেস্তরাঁগুলিতেও ভিড় উপচে পড়ছে। ভিড়ের মধ্যে এক মুহূর্তও থাকা যাচ্ছে না।
মহালয়াতেই শ্রীভূমিতে (Sreebhumi) মানুষ ভিড় জমিয়েছে, এরপর থেকে আর ভিড়ের ঠেলায় সেখানে প্রবেশ করা যাবে না। বাজার করে ফেরার পথে মণ্ডপের সামনে সেলফিতে মজলেন অনেকেই।
গড়িয়াহাট (Gariahat) বা নিউ মার্কেটের উদ্দেশ্যে শহরতলির লোকের ভিড় চোখে পড়ার মতো। পাল্লা দিচ্চে উত্তরের হাতিবাগান। পুজোর হপ্তা খানেক আগে থেকেই ফেস্টিভ মুডে বাঙালি।