প্রকাশিত হল জাগো বাংলার উৎসব সংখ্যা
রবিবার নেতাজি নজরুল মঞ্চে মহালয়ার দিন প্রকাশিত হয়েছে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার (Jago Bangla) উৎসব সংখ্যা। সেই পত্রিকার পাতায় পাতায় উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে বিজেপি রাজনৈতিক বিরোধীদের হেনস্থা করার ছক কষছে বিজেপি। বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলি ভেঙে ফেলতে মরিয়া গেরুয়া বাহিনী। দেশের শাসক শিবিরের প্রতি বারবারই এমন অভিযোগ করে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ও অভিষেক স্পষ্ট জানিয়েছেন, তারা বিজেপির কাছে কিছুতেই মাথা নত করবেন না। উৎসব সংখ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, ‘ভয় নেই মা, আমরা লড়তে জানি।’
গতকাল তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উৎসব সংখ্যা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী নিজেই উৎসব সংখ্যার (Utsav Sonkhya) প্রচ্ছদ এঁকেছেন।বিজেপিকে বিঁধে অভিষেক লিখছেন, দুর্গাপুজো নিয়ে বক্রোক্তি বিজেপির নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, অন্যদিকে কলকাতা দেশের নিরাপদতম শহর হিসেবে ঘোষিত হয়েছে। অভিষেকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই রাজ্যবাসী বারবার ভরসা রাখছেন। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বাংলায় বহিরাগত কুচক্রীদের বাড়বাড়ন্ত বেড়েছিল বলেও অভিযোগ করছেন তিনি। যদিও রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূলের সঙ্গে পেরে ওঠেনি বলেও লিখেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। তারপরেই বিজেপি বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ইডি, সিবিআইয়ের জুজু দেখিয়ে বিরোধীদের বাগে আনতে চাইছে বিজেপি বলেও অভিযোগ শানান অভিষেক।
নিজ দল প্রসঙ্গে তিনি লিখছেন, তৃণমূল কংগ্রেসের শিরদাঁড়া সোজা। মানুষের স্বার্থে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবেন।
ইতিমধ্যে হওয়া বেশ কয়েকটি নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে, বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল (TMC)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের কথা তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আগামী দিনে জনগণের সরকার গড়ার আহ্বান করেছেন তিনি। তৃণমূলের উৎসব সংখ্যায় লিখেছেন প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়, লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু প্রমুখেরা।