SSC: পুজোর আগেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সর্ভিস কমিশন
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য পুজোর আগে সুখবর। সোমবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষা নেওয়া হবে আগামী ১১ অক্টোবর। তার মধ্যেই এসএসসি-র চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে সুখবর শোনাল কমিশন। জানানো হয়, উচ্চ প্রাথমিক, শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শীঘ্রই।
এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও জানান, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউ বোর্ড তৈরি হয়ে গেছে আদালতের নির্দেশ পেলেই ১৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়া হবে। কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেবিষয়ে এদিন তিনি বলেন, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের জন্য যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে তা বিকাশ ভবনের তরফ থেকে জানানো হলেই বিজ্ঞপ্তি জারি করা হবে।
সোমবার এসএসসি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মোট ১৩৪৯টি শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।