দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৩,২৩০ জন, মৃত্যু ৩২ জনের

September 27, 2022 | < 1 min read

উৎসবের মরশুমে অনেকটাই নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ। স্বস্তি দিচ্ছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সার্বিক পরিসংখ্যান।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩০ জন। পজিটিভিটি রেট ১.১৮ শতাংশ।

দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.১০ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪২ হাজার ৩৫৮ জন। একদিনে করোনায় মৃত ৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৫৬২ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৪ হাজার ৫৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Covid Update, #Covid India, #Coronavirus

আরো দেখুন