আজ থেকেই শুরু দোতলা বাসে ‘সিটি অফ জয়’-এ আনন্দ ভ্রমণ
উৎসবের মরশুমে ফের খুশির খবর। রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে কলকাতায় ফের চালু হচ্ছে ২টি দোতলা বাস। দুর্গাপুজোর আমেজে নতুন মাত্রা এনে দেবে এই অভিনব বাস।
আসন সংখ্যাঃ দোতলায় মোট আসন সংখ্যা ১২ এবং নীচের তলার জন্য থাকছে ১৪ টি আসন। এতে দাঁড়িয়ে যাওয়ার সবুধা না থাকলেও, বসে যাওয়া আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা।
বিশেষ আকর্ষণঃ বাসটির মূল আকর্ষণ হল দোতলার খোলা ছাদ। দোতলায় ওঠা যাত্রীদের প্রত্যেককে রোদ-বৃষ্টির রক্ষাকবচ হিসেবে একটি করে ছাতা দেওয়া হবে।
টিকিটের মূল্যঃ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ৫০ টাকা।
সময়সূচিঃ সোমবার বাদে সপ্তাহে ছ’দিনই চলবে এই বাস। ক্যাথিড্রাল রোড থেকে বেলা ১১ টা এবং দুপুর ১২ টার সময় ছাড়বে এই বাস। চলাচল করবে সন্ধে ৬ টা পর্যন্ত।
যাত্রা পথঃ ক্যাথিড্রাল রোড থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, জোড়াসাঁকো ছুঁয়ে সি আর অ্যাভিনিউয়ের ঠাকুরবাড়ির গেট পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।