রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় হাওড়া, শিয়ালদহ শাখায় সারারাত ট্রেন চলবে, দেখে নিন সূচি

September 27, 2022 | 2 min read

বাঙালির বারো মাসে হাজার পার্বণ। সারা বছর উৎসব লেগেই থাকে। নানা উদ্‌যাপনের মাঝেই বাঙালি কিন্তু প্রহর গোনে শারোদোৎসবের। কোভিডের কারণে গত দু’বছর পুজোয় সেভাবে আনন্দ করতে পারে নি বাঙালি। ফলে এবার পজোর আনন্দে মাততে চলেছে গোটা বাংলা। মাস কয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দল বেধে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত আট থেকে আশি। প্রস্তুত রেলও।


পুজোয় শহর ও শহরতলির মানুষদের কাছে মাঝরাতে বাড়ি ফেরার জন্য ট্রেন-বাস পেতে সমস্যা হয়। রাতভর ঠাকুর দেখে যাতে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্যর রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ২০টি বাড়তি ট্রেন চলবে। শুধু শিয়ালদহ ডিভিশনেই নয়, হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে পুজোয়।


শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। একঝলকে দেখে নিন রাতে কখন, কোন শাখায় ট্রেন পাওয়া যাবে –
• শিয়ালদহ থেকে রানাঘাট – শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে
• রানাঘাট থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে
• শিয়ালদহ থেকে নৈহাটি – শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে
• নৈহাটি থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে
• শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল – রাত ১২.৪০ মিনিটে
• শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল – রাত ১১.৩০মিনিটে
• বনগাঁ থেকে শিয়ালদহ – রাত ১১.৫৫ মিনিটে
• ডানকুনি থেকে শিয়ালদহ – রাত ১২.২৫ মিনিটে
• রানাঘাট থেকে বনগাঁ ও বনগাঁ থেকে রানাঘাট – রাত ৯.৫৬ মিনিট, ১০টা
• শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে
• বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায়
• বজবজের জন্যষ ছাড়বে রাত ১১.৩০টায়
• শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে
হাওড়া থেকে বাড়তি ট্রেনের সূচি:
• ব্যান্ডেল লোকাল মিলবে রাত ১২:৪৫ ও রাত ১টায়
• বর্ধমান মেন লাইনে শেষ ট্রেন হাওড়া থেকে পাওয়া যাবে ১:৫১ মিনিটে
• কর্ড লাইনের ট্রেন ছাড়বে রাত ১:১৫ মিনিটে
• ব্যান্ডেল থেকে হাওড়া আসার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টা
• বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন পাওয়া যাবে রাত সাড়ে ১০টা ও রাত সাড়ে ১১টা
• তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন মিলবে রাত ১১টায়
• শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২:২৫ মিনিটে

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #trains, #Festival, #durga pujo 2022, #West Bengal

আরো দেখুন