দেশ বিভাগে ফিরে যান

ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান

September 29, 2022 | < 1 min read

বিপিন রাওয়াতের মৃত্যুর প্রায় ৯ মাস পর অনিল চৌহানকে ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ করা হল । এটি দেশের সর্বোচ্চ সামরিক পদ। মোদী সরকার সামরিক বাহিনীর তিনটি বিভাগের পরিষেবাকে সুসংহতভাবে এক জায়গায় আনতে এই পদটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। ২০২০ সালের জানুয়ারি মাসে বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নেন।

২০২১-এর ডিসেম্বরে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয় বিপিন রাওয়াতের। তারপর প্রায় নয় মাস দেশের প্রতিরক্ষামন্ত্রীর মুখ্য সামরিক উপদেষ্টার পদটিতে কারোকে নিয়োগ করা হয়নি। অবশে্ষে সেই জায়গায় অনিল চৌহানকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল।

অনিল চৌহান সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি ইন চিফ পদে অবসর নেন ২০২১ সালে। তার পরেও সামরিক ও জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ পরামর্শদাতার পদে ছিলেন। চিফ অফ ডিফেন্স স্টাফ পদের পাশাপাশি তিনি ভারত সরকারের সেনা বিষয়ক বিভাগের সচিব পর্যায়ের দায়িত্বও সামলাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Army, #indian army, #soldiers, #anil chauhan, #chief of defence staff

আরো দেখুন