পুজোর মুখে দেউচা-পাঁচামির জমিদাতাদের জন্য সুখবর
পুজোতে দেউচা-পাঁচামির জমিদাতাদের জন্য সুখবর। মহম্মদবাজারের কয়লা খনি প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজের সঙ্গে আরও দুটি বিষয় যুক্ত করল রাজ্য সরকার। এর ফলে আগামী মাস থেকে আরও আড়াশো চাকরিপ্রার্থী আর্থিক সুবিধা পাবেন।
বুধবার জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রকল্পে জমি দেওয়ার পরিবর্তে যারা চাকরির সুযোগ পাচ্ছেন, তাদের বয়স যদি ১৮ বছর না হয়, তাহলে ১৭ বছর বয়স থেকে এক বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। একইসঙ্গে যাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির সব শর্ত পূরণ হচ্ছে না, তাদের চতুর্থ শ্রেণির করণিক হিসাবে নিয়োগপত্র দেওয়া হবে।
দেউচা-পাঁচামি-দেওয়ানগঞ্জ-হরিণসিঙা জুড়ে কয়লা প্রকল্পের জন্য দু’বছর আগে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা প্রকল্পের জন্য প্রায় ২২৬৮ একর জায়গা দরকার। নির্দিষ্ট ১০ টি মৌজা থেকে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন সরাসরি জমি কিনতে শুরু করেছে।