কলকাতা বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৩,৯৪৭ জন, অ্যাকটিভ কেস ০.০৯ শতাংশ

September 30, 2022 | < 1 min read

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। উদ্বেগে চিকিৎসক মহল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন। পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ।

দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.০৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৯ হাজার ৫৮৩ জন। একদিনে করোনায় মৃত ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৬২৯ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ১৯ হাজার ৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #covid 19, #Covid Update

আরো দেখুন