দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় দলনেতার পদ ছাড়লেন খাড়্গে, তিনিই কি কংগ্রেসের আগামী সভাপতি?

October 1, 2022 | < 1 min read

কে হবেন কংগ্রেসের আগামী সভাপতি? সেই প্রশ্নে সরগরম রাজনীতি। এক ব্যক্তি এক পদের গেরোয় কংগ্রেস সভাপতি হওয়ার গদির দৌড় থেকে ছিটকে গিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অশোক গেহলটের পর হাত শিবিরের অলিন্দে সভাপতি পদপার্থী হিসেবে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) নাম ঘোরাফেরা করছিল।

রাজ্যসভায় কংগ্রেস দলনেতার দায়িত্বে ছিলেন প্রবীণ সাংসদ মল্লিকার্জুন খাড়্গে। জানা গিয়েছে, দলনেতার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন খাড়্গে। গতকাল রাতে এই বিষয়ে সনিয়ার  (Sonia Gandhi) সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানিয়েছেন। ইস্তফার পর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে মল্লিকার্জুন খাড়্গেই কংগ্রেসের আগামী ​​​সভাপতি (Congress President Election) হতে চলেছেন। বাকি উত্তর মিলবে ১৭ অক্টোবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mallikarjun Kharge, #Congress President, #Rajya Sabha

আরো দেখুন