কলকাতার দুর্গাপুজো দেখতে শহরে ভিড় জমালো ভিন দেশের পর্যটকরা
দুর্গাপুুজো এখন বিশ্বজনীন। ইউনেস্কোর (Unesco) ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার দুর্গাপুজো। ফলে এবারেরে দুর্গাপুজোয় মিশে রইল ভিন্ন আমেজ। মণ্ডপে মণ্ডপে ঘুরেছে ইউনেস্কোর প্রতিনিধি দল। এবার কলকাতার দুর্গাপুজো (Durga Puja) নিয়ে বিদেশিদের উৎসাহ ছিল চরমে। তৃতীয়া থেকেই শহরে বিদেশি পর্যটকদের (Foreign Tourists) ভিড় চোখে পড়েছে। বাঙালি সাজে ঠাকুর দেখার লাইনে ভিড় জমিয়েছেন তারা। সরকারি তথ্য বলছে, পঞ্চমী পর্যন্ত অন্তত ২০ হাজার ভিনদেশি পর্যটক এসেছেন তিলোত্তমায়। শেষ চারদিনে সংখ্যাটা আরও কয়েক হাজার বেড়েছে।
কলকাতা বিমানবন্দরের তথ্য বলছে, গত দুই সপ্তাহে কমপক্ষে ৩৭ হাজার মানুষ বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ মানুষ পর্যটক। কেবল অন্য দেশ নয়, এ দেশের ভিন রাজ্যের মানুষদের মধ্যেও কলকাতার দুর্গাপুজো দেখার ধুম লেগেছে। তাঁদের সংখ্যাও কমপক্ষে হাজার দশেক। ভিন রাজ্য ও ভিন দেশি পর্যটকদের পুজো দেখার সুবিধা করে দিতে এবারই প্রথম বিশেষ পাসের ব্যবস্থা করেছিল রাজ্য পর্যটন দপ্তর। স্বীকৃত পর্যটন সংস্থা এবং হোটেলগুলি এবার অনলাইনে প্রায় ৪০টি প্যান্ডেলের এমন পাস ইস্যু করছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের তথ্য বলছে, ষষ্ঠীর বিকেল পর্যন্তই এমন একশোর বেশি পাস ইস্যু হয়েছে। কলকাতার দুর্গাপুজো দেখতে আগামী বছর বিদেশি পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।