কলকাতা বিভাগে ফিরে যান

একাদশীতেও ঢল নামল কলকাতায়, শেষ লগ্নে পুজোর স্বাদ চেটেপুটে নিল বাঙালি

October 7, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: The Telegraph

ক্রমশ নিভে যাচ্ছে একের পর এক অস্থায়ী আলোক স্তম্ভ। বাঁশ খোলা হচ্ছে, ম্যারাপের দড়ি আলগা হচ্ছে। বিজ্ঞাপনী হোর্ডিং সরিয়ে ফেলার কাজ চলছে। মা দুগ্গা ফিরে গিয়েছেন কৈলাসে! কোনও কোনও প্রতিমার বিসর্জন এখনও বাকি। কিন্তু বিষাদের মাঝেও তিলোত্তমায় মানুষের ভিড়। একাদশীর দুপুরেও রোদ মাথায় নিয়েই অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। ভিড়ের দরুন যারা বেরতে সাহস পাননি এবং বয়স্করা, এদিন তারা পথে নামলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই জনস্রোত আছড়ে পড়ল।

একডালিয়া থেকে হিন্দুস্তান পার্ক, একাদশীর দুপুরেও মানুষের ঢল নেমেছিল। ত্রিধারা এদিনও মানুষের আকর্ষণের কেন্দ্রে ছিল। একাদশীতে শ্রীভূমি তার ধারা অব্যাহত। উত্তর কলকাতার বাগবাজার, সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ারেও এদিন ভিড় জমালেন সাধারণ মানুষ। আগামী কাল, শনিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল। আজ শুক্রবার বাংলার বিভিন্ন জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #festivals, #durga pujo2022, #pujo 2022, #festive moods, #Kolkata

আরো দেখুন