খেলা বিভাগে ফিরে যান

BCCI সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ? কে হবেন নতুন প্রেসিডেন্ট?

October 7, 2022 | < 1 min read

সৌরভ গাঙ্গুলি BCCI-এর সভাপতি পদে নাও লড়তে পারেন, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীকদের সভায়।

জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি, বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধূমল ও বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন।

১৮ই অক্টোবর বিসিসিআইয়ের নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১২ই অক্টোবর। জানা যাচ্ছে, ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি এগিয়ে সভাপতি হওয়ার দৌড়ে।

আরও যে কয়েকটি উল্লেখযোগ্য নাম শোনা যাচ্ছে সেগুলি হল, হরিয়ানা রাজ্য ক্রীড়া সংস্থা থেকে অনিরুদ্ধ চৌধুরি, রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থা থেকে বৈভব গহলৌত ও হায়দরাবাদ রাজ্য ক্রীড়া সংস্থা থেকে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jay Shah, #roger binny, #Sourav Ganguly, #BCCI

আরো দেখুন