উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মাল নদীর পর এবার মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জলস্রোত, ভেঙে পড়ল তিনটি সেতু

October 7, 2022 | < 1 min read

মালবাজারের পর এবার আমতায় (Amta) আচমকা নদীর জলস্রোতে বিপর্যয়। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও বিপদে পড়েছেন হাজার হাজার মানুষ।

হাওড়ার মুণ্ডেশ্বরী নদীতে (Mundeswari River) আচমকা শুক্রবার সকালে জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন প্রায় ৪০ হাজার বাসিন্দা। জলের তোড়ে ভেঙে যায় তিনটি বাঁশের সেতু। এর জেরে সকাল থেকেই আমতার দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগে পড়েন দ্বীপাঞ্চলের হাজার হাজার বাসিন্দা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন আমতার ভাটোরা দীপাঞ্চলের হাজার হাজার মানুষ। তাঁদের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। মুণ্ডেশ্বরী নদীতে প্রবল স্রোতের মধ্যেই নৌকাতে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত।

প্রশাসনের দাবি ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ায় নদীর জল আচমকাই অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #Amta, #Mal River, #Mundeswari River, #Disaster

আরো দেখুন