কনস্ট্যানটাইনকে কোচ করে ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের, কেরলের কাছে হার ৩-১-এ
স্টিফেন কনস্ট্যানটাইনকে কোচ বানিয়েও বদলাল না ইস্টবেঙ্গলের ভাগ্য। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নবম আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে ১-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শেষ ১৮ মিনিটে চার গোলের মধ্যে তিনটে করল কেরল, একটি ইস্টবেঙ্গল। ৮০ মিনিটে মাঠে নেমেই নায়ক হয়ে গেলেন কেরলের ইভান কালুইজিনি।
আজ ঘরের মাঠে গোড়া থেকেই দাপটের সঙ্গে খেলল কেরল। সুযোগ না খোয়ালে প্রথম ৪৫ মিনিটে তারা অন্তত দুই গোলে এগিয়ে যেতে পারত।ম্যাচের ৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ মিস করেন কেরলের লেস্কোভিচ। ম্যাচের দশ মিনিটে আবার গোল মিস করেন জিয়ানু।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে এবারের আইএসএলের উদ্বোধনী গোলটা করেন কেরলের আদ্রিয়ান লুনা। ম্যাচের ৮২ মিনিটে ২-০ করেন ‘সুপারসাব’ ইভান কালুইজিনি। ম্যাচের ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করে ২-১ করেন অ্যালেক্স লিমা। তার দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ৩-১ ইভান।