ডুয়ার্সের পর্যটন শিল্পের বিকাশে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের
দু-বছর পর করোনা সংক্রমণ কমতেই ফের পর্যটনমুখী ভ্রমণপ্রেমী আম বাঙালি। রাজ্যও হোম স্টে পর্যটন গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। বাংলার পর্যটনের অনেকটা জুড়ে রয়েছে উত্তরবঙ্গ। উত্তরের পর্যটন মানচিত্রে অন্যতম আকর্ষণ হল ডুয়ার্স। এবার ডুয়ার্সের পর্যটন শিল্পের বিকাশে এবং ডুয়ার্সে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলা প্রশাসন শুধু মাত্র ডুয়ার্সের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে।
alipurduartourism.com ওয়েবসাইটির মাধ্যমে হোম স্টেগুলি বুকিং করা যাবে। ডুয়ার্সের ঐতিহাসিক স্থান, হেরিটেজ সাইট, টুরিস্ট স্পট, পর্যটন কেন্দ্র ইত্যাদি যেগুলি ঘোরার জায়গা রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে সেগুলি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। মিলবে বিস্তারিত তথ্য-বিবরণ। এক কথায় ওয়েবসাইটটি ডুয়ার্সের ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। ডুয়ার্সের বিভিন্ন মেলা, উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে সেখানেই।