শ্রেয়সের দুরন্ত শতরান, রাঁচিতে প্রোটিয়া বধে সিরিজে সমতা ফেরাল ভারত
সিরিজে সমতা ফেরাল ভারত। শ্রেয়সের দুরন্ত শতরানে ভর করে এল সহজ জয়। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা। ফলে রাঁচির ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে কার্যত ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছিল। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ২৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। তিন উইকেট হারিয়ে ২৮২ করে ৭ উইকেটে প্রোটিয়া বধ ভারতের।
প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ ৭৯ রান করেন আইডেন মার্করাম। এছাড়া ৭৪ রানের ইনিংস খেলেন রেজা হেন্ডরিকস। ৩৫ রানে অপরাজিত ইনিংস খেলেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হেনরিক ক্লাসেন ও জানেমান মালান। দুজনের যথাক্রমে ৩০ ও ২৫ রান করেন। বল হাতে আজকের ম্যাচের শুরুতে ভারতীয় বোলাররা বেশ দাপট দেখিয়েছিলেন। ৪০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েগিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু রেজা হেন্ডরিকস ও আইডেন মার্করামের দুরন্ত শতরানের পার্টনারশিপের উপর ভর করেই শেষ অবধি ২৭৮ রানে তোলে দক্ষিণ আফ্রিকা। বল হাতে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৩টি উইকেট নেন সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। অভিষেক ম্যাচেই উইকেট পেলেন বাংলার শাহবাজ আহমেদ। ১০ ওভারে ৫৪ রান দিয়ে এক উইকেট নিলেন তিনি। শাহবাজ আহমেদের প্রথম শিকার হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জানেমাল মালান।
অন্যদিকে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত, ওয়েন পার্নেলের বলে ১৩ রানে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। রাবাডার বলে ২৮ রানের সাজঘরে ফেরেন শুভমন গিল। ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের জুটি লড়াইয়ে ফেরায় ভারতকে। দুজনেই অর্ধশত রান পূর্ণ করেন। ৯৩ রানে ঈশান ফেরেন ফর্চুইনের বলে। সেঞ্চুরি করেন শ্রেয়স। ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।