কমতে চলেছে ভারতের আর্থিক বৃদ্ধির হার, বিশ্বব্যাঙ্কের পর এবার IMF-একই আশঙ্কা
একে অতিমারিতে রক্ষে নেই, তারপর রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দোসর, এই জোড়া ফলায় ধাক্কা খাচ্ছে বিশ্ব অর্থনীতি। যার প্রভাব পড়ছে ভারতের আর্থিক বৃদ্ধির হারে। আইএমএফ ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক শীর্ষক একটি রিপোর্টে সেই সম্ভাবনার কথাই জানিয়েছে। আইএমএফ জানাচ্ছে, ২০২২-২৩ অর্থ বছর ভারতের আর্থিক বৃদ্ধির ৬.৮ শতাংশ হতে পারে। করোনার পর রুশ-ইউক্রেন যুদ্ধ ও চীন-তাইওয়ান উত্তেজনার কারণে বিশ্বব্যাপী অর্থনীতি (economic) ধাক্কা খেয়েছে। তার জেরেই মূল্যবৃদ্ধির হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার দরুন আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের জুলাই মাসে ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ (IMF) জানিয়েছিল, চলতি অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হতে পারে। জানুয়ারিতে বলা হয়েছিল, আর্থিক বৃদ্ধির হার ৮.২ শতাংশ হতে পারে। অর্থনীতিবিদদের অনেকেরই মত, পরবর্তী ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও কমতে পারে। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কও (World Bank) জানিয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার কমবে। গত জুন মাসে গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, ২০২২-২৩ অর্থ বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ হতে পারে। কিন্তু কদিন আগে হওয়া দক্ষিণ এশিয়ার অর্থনীতি বিষয়ক বৈঠকে বিশ্বব্যাঙ্কের সাফ জানিয়েছে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে ৬.৫ শতাংশ পৌঁছতে পারে।