দেশ বিভাগে ফিরে যান

খাড়গে কংগ্রেস সভাপতি হলে রাজ্যসভা সামলাবেন কে? জল্পনায় এই নামগুলি

October 14, 2022 | 2 min read

বহু টালবাহানার পর অবশেষে কংগ্রেস সভাপতির নির্বাচন দ্বিমুখী লড়াইয়ে এসে ঠেকেছে। শশী থারুর (Shashi Tharoor) এবং মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) এই লড়াইয়ে, খাড়গের জয় কার্যত নিশ্চিত। কেবল নয়া সভাপতিই নয়, একই সঙ্গে কংগ্রেসে বলবৎ হচ্ছে এক ব্যক্তি এক পদ নিয়ম। এতদিন রাজ্যসভায় কংগ্রেসের (Congress) দলনেতার দায়িত্ব সামলাতেন খাড়গে। পরিস্থিতির গতিপ্রকৃতি ইঙ্গিত করছে, রাজ্যসভায় দলনেতার পদ ছেড়ে দলীয় সভাপতির পদেই বসতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গে বিহনে রাজ্যসভায় হাত শিবিরের নেতৃত্ব কে দেবেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে।

কে হতে পারেন কংগ্রেসের রাজ্যসভার পরবর্তী নেতা? খুঁজলো দৃষ্টিভঙ্গি

দিগ্বিজয় সিং(Digvijaya Singh):

প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গান্ধী পরিবারের আস্থাভাজন। গান্ধি পরিবারের সমর্থন নিয়ে তিনিও কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে ছিলেন। সোনিয়া গান্ধীর নির্দেশ অনুসারে মল্লিকার্জুন খাড়গের মতো প্রবীণ নেতা প্রার্থী হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। মনে করা হচ্ছে, এই আনুগত্যের পুরস্কার পেতে পারেন দিগ্বিজয় সিং। তাঁকে রাজ্যসভায় দলনেতা করতে পারে কংগ্রেস।

জয়রাম রমেশ(Jairam Ramesh):

প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম অধুনা জনসংযোগের দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি ভারত জড়ো যাত্রা থেকে মোদী চিতা নিয়ে আসা; সবক্ষেত্রেই দলের হয়ে ব্যাটিং করছেন জয়রাম। একদিকে রাহুলের পাশে থাকা অন্যদিকে মোদীর বিরুদ্ধে সরব হাওয়া, দুইয়ে ভর করে গান্ধী পরিবারের আরও কাছাকাছি এসে পড়েছেন জয়রাম। অন্যদিকে, কর্নাটকের বিধানসভা নির্বাচনও আসন্ন। জয়রাম কর্ণাটক থেকেই রাজ্যসভার সাংসদ হয়েছেন, ফলে তাঁকে রাজ্যসভার দলনেতার পদ দিয়ে জোড়া ফায়দা তুলতে পারে হাত শিবির।

পি চিদাম্বরম (P. Chidambaram):

বহু লড়াইয়ের সৈনিক পি চিদাম্বরম। পাশাপাশি তাঁর আনুগত্য প্রশ্নতীত। কেন্দ্রের একাধিক দপ্তর সামলেছেন, দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে রয়েছে তিনি, ফলে চিদাম্বরমকেও দলনেতার দায়িত্বে নিয়ে আসা হতে পারে।

শক্তি সিং গোহিল (Shaktisinh Gohil):

গুজরাত বিধানসভা নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে শক্তি সিং গোহিলাকে রাজ্যসভার নেতার পদে এনে নির্বাচনের আগে তুরুপের তাস খেলতে পারেন সোনিয়ারা।

এছাড়াও দলের সাংসদদের মধ্যে থেকে সুরজেওয়ালা(Randeep Surjewala), কে সি ভেনুগোপাল(K. C. Venugopal), মুকুল ওয়াসনিক (Mukul Wasnik) এবং মনমোহন সিংহের (Manmohan Singh) নাম জল্পনায় উঠে আসছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Mallikarjun Kharge, #Congress

আরো দেখুন